মালদা

আবার নারদ..... বিশ্বের প্রথম সংবাদদাতা নারদের জন্ম জয়ন্তী উপলক্ষে সাংবাদিক সংবর্ধনা

দেবর্ষি নারদের জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার মালদা টাউন হলে সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রীয় সংসেবক সংঘের শাখা সংগঠনের পক্ষ থেকে। ১১ ই মে দেবর্ষি নারদের জন্ম দিবস থাকলেও মালদাতে তা ১২ ই মে পালন করা হয়। দেবর্ষি নারদকে পৌরানিক কাহিনী অনুযায়ী বা আমাদের ধর্ম গ্রন্থ অনুযায়ী নারদ এক জায়গা থেকে অন্য  জায়গায় দ্রুতগতিতে বিভিন্ন লোকের কাছে খবর আদান প্রদান করতেন। তাই নারদকে বিশ্বের প্রথম সাংবাদিক মনে করা হয়। তাই নারদের জন্ম জয়ন্তী সমারহকে কেন্দ্র করে সারা বাংলা জুরে বিভিন্ন জেলায় সাংবাদিক সংবর্ধনা আয়োজন করা হয়েছে।

                 মালদার ইংরেজবাজারের টাউন হলে মালদা জেলার বিভিন্ন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয় শুক্রবার। এই অনুষ্ঠানে জেলার ১৩ জন সাংবাদিককে পুস্প স্তবক ও মানপত্র দিয়ে বিশেষ সম্মানিত করা হ্য।সৌমক লাহেরী,রনঞ্জিত দাস, রণজয় সিংহ সেবক দেব শর্মা, ঝন্টু মণ্ডল, পঙ্কজ ঘোষ, সৌম দে সরকার, অমল রজক সহ অন্যান্যরা।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার কান্তি ঘোষ সহ জেলার সমস্ত সাংবাদিকরা